এ পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজারের বেশি হজযাত্রী

Shakil Shahriar
জুন ৩, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী।

সোমবার (০৩ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে আরও জানানো হয় মোট ১৪৫টি ফ্লাইটে ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫২ হাজার ৮১২ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে শতভাগ ভিসা ইস্যু হয়েছে।
 
তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৬৮ দশমিক ১ শতাংশ ফ্লাইট আর মোট হাজযাত্রীদের মধ্যে ৬৭ শতাংশ সৌদি পৌঁছেছেন।
 
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। সর্বশেষ ৩১ মে নুরুল আলম (৬৫) নামে একজন হজযাত্রী মক্কায় মারা যান। এ নিয়ে চলতি বছরের মারা যাওয়াদের মধ্যে মক্কায় সাত জন এবং মদিনায় দুই জন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।
 
এক নজরে হজের সর্বশেষ তথ্য-
 
আগত সর্বমোট হজযাত্রী ৫৬,৫৫৯ জন
আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,৭৪৭ জন
আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫২,৮১২ জন
 
মোট আগত ফ্লাইট সংখ্যা ১৪৫টি
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭৪টি
সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৬টি
ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৫টি
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২১,৬৩৮টি
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১১,২০১টি
সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা– ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা– ১০০% ;
সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন হজযাত্রী/ তারমধ্যে পুরুষ: ৯; নারী: ০; মক্কা: ৭; মদিনা: ২; জেদ্দা: ০; মিনা: ০; আরাফা: ০; মুজদালিফা: ০
 
একনজরে হজ ২০২৪ এর কার্যক্রম-
 
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় ৯ মে।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ১২জুন।
সরকারি হজযাত্রীর কোটা ৪,৫৬২ জন।
বেসরকারি হজযাত্রীর কোটা ৮০,৬৯৫।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন।
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।