২০ বছর পর নিজস্ব ভবনে শ্রীপুর পৌরসভা

Shakil Shahriar
অক্টোবর ২১, ২০২১ ৫:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা প্রতিষ্ঠা হলেও নিজস্ব কোনো ভবন ছিল না শ্রীপুর পৌরসভার। ইউনিয়ন পরিষদের জীর্ণ ভবনে দীর্ঘদিন পৌর কার্যক্রম পরিচালনা করা হলেও পরে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করা হতো। প্রায় ২০ বছর পর বহুতল নিজস্ব ভবন পেয়েছে শ্রীপুর পৌরসভা।

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার নতুন বহুতল ভবন উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, যুবলীগ নেতা মো. হাফিজুর রহমান ও পৌর কাউন্সিলর মো. হাবিবুল্লাহ প্রমুখ।