টানা দ্বিতীয় জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

Shakil Shahriar
আগস্ট ৫, ২০২১ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সফরকারি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগাররা ৮ বল হাতে রেখেই ৫ উইকেটে বুধবার এই ম্যাচে জয়লাভ করে।
রাতে এক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। এই বিজয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। অপরদিকে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে।