ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

admin
এপ্রিল ১৯, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ কৃষকসহ ৩৬ লাখ পরিবারকে নগদ টাকা সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্ন আয়ের প্রত্যেক পরিবারকে আড়াই হাজার টাকা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এ বাবদ সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিলের ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে দেশের ৩৬ জেলায় ১০ হাজার ৩০১ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ এবং ৫৯ হাজার ৩২৬ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে উদ্ধৃত করে জানায়, এতে এক লাখ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ করছে।