২০০ শয্যার আইসিইউ হাসপাতাল এ সপ্তাহেই

admin
এপ্রিল ১২, ২০২১ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে ব্যাপক হারে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় পাল্লা দিয়ে রোগীদের চিকিত্সা সেবাও সম্প্রসারণ করে যাচ্ছে সরকার। ২০০ শয্যার অত্যাধুনিক আইসিইউ নিয়ে একটি কোভিড হাসপাতাল চলতি সপ্তাহেই চালু হচ্ছে। মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটেই হচ্ছে এই হাসপাতাল। একই সঙ্গে এই হাসপাতালে করোনা রোগীদের জন্য ১ হাজার সাধারণ শয্যাও চলতি মাসের মধ্যে চালুর বিশাল কর্মযজ্ঞ চলছে।
গতকাল রবিবার সরেজমিনে মহাখালীর ডিএনসিসি মার্কেটে গিয়ে কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুতের কার্যক্রম দেখা যায়। সেখানে কর্তব্যরত কর্মকর্তারা বলেন, সব কাজই এখন শেষ পর্যায়ে। এই হাসপাতাল চালুর মধ্য দিয়ে কোভিড রোগীদের চিকিত্সা সেবা নিয়ে দুর্ভোগ কমে যাবে। একই সঙ্গে সেখানে বিশ্বমানের ২০০ বেডের আইসিইউর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এদিকে রাজধানীর ১৪টি হাসপাতালে করোনা রোগীদের জন্য আরো ২১৪০ বেড চালু করা হয়েছে।
করোনা ভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা রোগীদের চিকিত্সা সেবা দিতে গিয়ে অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। রোগীর চাপ এমন পর্যায়ে গিয়েছিল যে আমেরিকা-ইউরোপের মতো দেশেও আইসিইউয়ে চিকিত্সাধীন থাকা ৬০ বছরের বেশি বয়সীদের সরিয়ে তরুণদের চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। অর্থাত্ সবার চিকিত্সা সেবা দেওয়া অনেক দেশের পক্ষে সম্ভব ছিল না। এখনো অনেক দেশ সক্ষমতা বাড়াতে পারিনি। আবার অনেক দেশ সক্ষমতা বাড়িয়েছে। বাংলাদেশও সক্ষমতা বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথম গা-ছাড়া ভাব ছিল, তবে এখন আবার ঘুরে দাঁড়ানোর প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় ২০০ শয্যার অত্যাধুনিক আইসিইউ এ সপ্তাহের চালু হচ্ছে। মহাখালীর এই কোভিড হাসপাতাল স্থায়ীভাবে থাকবে। সেখানে শুধু করোনা রোগীদের চিকিত্সা সেবা দেওয়া হবে।
গতকাল ইত্তেফাকের এই প্রতিনিধি সরেজমিনে চালু হতে যাওয়া হাসপাতালটি পরিদর্শন করে দেখতে পান, দ্রুত সব কিছু ঢেলে সাজানো হচ্ছে। এ ব্যাপারে এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ইত্তেফাককে জানান, চলতি সপ্তাহে এই কোভিড হাসপাতাল চালু করা হবে। প্রথমে ৫০ বেডের আইসিইউ দিয়ে শুরু হবে। দ্রুত আরো ১৫০ শয্যার আইসিইউ চালু করা হবে। ৩০ এপ্রিলের মধ্যে এই হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০০০ সাধারণ বেড চলু করা হবে। জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে লিখিতভাবে প্রস্তাব পাঠানো হয়েছে। আগে এটি হাসপাতাল ছিল বলে অনেকে নানা অপপ্রচার করছে। যা মোটেও ঠিক না। একই কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপিও।