কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও থেমে থেমে বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সরকারি ছুটির দিনে রাজধানীতে হয়ে গেল মুষলধারে বৃষ্টি।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাইরে ছিল রাতের মতো অন্ধকার। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে। অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে-কর্মে বের হওয়া মানুষ।
এদিকে এই বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে। এতে অকেকটা বন্ধ হয়ে গেছে যান চলাচল। অতিরিক্ত বৃষ্টি হওয়া সড়কে পানি জমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, বৃষ্টি কমলে দ্রুতই পানি নেমে যাবে।
এর আগে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।