সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও বুশরা হাসপাতালে একজনের মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ।
এ নিয়ে এখন পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও সদর হাসপাতালে ৯ জনসহ মোট ৩৩ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়িতে মোট ৭৮৬ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে।