রমজানে পর্যাপ্ত সরবরাহ থাকবে ৬ নিত্যপণ্যের

admin
মার্চ ১০, ২০২১ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

রমজানে পর্যাপ্ত সরবরাহ থাকবে ৬ নিত্যপণ্যের।প্রতিবছর রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদার ঘাটতি দেখা যায়। এ সুযোগে মুনাফালোভীরা এসব পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে ফেলে। তাই রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় এই ছয়টি পণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে বলে আশ^স্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে জানান, রমজানকে সামনে রেখে ছয়টি নিত্যপণ্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদার জরুরি প্রয়োজন হয়। এগুলো নিয়ে আজকে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিপরিষদকে আশ^স্ত করেছে, আমাদের যে পরিমাণ চাহিদা, সে তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি বলেন, ‘টিসিবি যেটা আমদানি করছে, তা রোজার অনেক আগেই দেশে চলে আসবে। যে ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্য রোজার সময় বিশেষ প্রয়োজন হয়, সেগুলো নিয়ে অসুবিধা হবে না। এবার আমরা কমফোর্টেবল অবস্থায় আছি।’