প্রতিরক্ষা খাতের পেনশন সহজীকরণ ও ফান্ড ব্যবস্থাপনায় নতুন কার্যালয় উদ্বোধন

admin
জানুয়ারি ২৫, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিরক্ষা খাতের পেনশনারদের মাসিক পেনশন Electronic Fund Transfer (EFT) এর মাধ্যমে প্রদান এবং ফান্ড ব্যবস্থাপনায় জন্য চীফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়ের উদ্বোধন রবিবার ঢাকা সেনানিবাসস্থ পুরনো সদর দফতর লগ এরিয়া ভবনে অনুষ্ঠিত হয়। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোঃ নূরুল ইসলাম এই কার্যালয় উদ্বোধন করেন। তিনি তার বক্তৃতায় বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিরক্ষা খাতের পেনশনাদের জন্য এটি একটি উপহার। নতুন চালু হওয়া এ অফিসের মাধ্যমে তারা খুব সহজেই সেবা পাবেন। তিনি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এ অফিসের সফলতা কামনা করেন।