করোনার টিকা ক্রয়, সংরক্ষণ ও বিতরণে উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ চেয়ে সরকারের আহ্বানে সাড়া পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাংক ও এডিবি এরই মধ্যে অর্থায়নে রাজি হয়েছে। শিগগিরই অর্থের পরিমাণ নির্ধারণসহ গোটা বিষয়টি চূড়ান্ত হবে। অন্যদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। দু-এক দিনের মধ্যেই ভিডিও কনফারেন্স হবে। আগামী মাসের শুরুতেই হাতে অর্থ পাওয়ার আশা করছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর ঢাকা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনার টিকা কিনতে ৫০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। করোনা শুরুর দিকে জরুরি সহায়তা হিসেবে দেওয়া অর্থের সঙ্গে অতিরিক্ত এ ঋণ দেওয়া হবে। ইআরডির বিশ্বব্যাংক উইংয়ের শীর্ষ এক কর্মকর্তা সমকালকে বলেন, টিকা কিনতে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার দিতে আপাতত রাজি হয়েছে।
ইআরডির এডিবি উইং প্রধান আব্দুল বাকি সমকালকে জানান, এডিবি ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে তাদের সম্মতির কথা জানিয়েছে। টিকা কেনার জন্য গঠিত তহবিল থেকে বাংলাদেশ এ সহায়তা পাবে। এ সপ্তাহের মধ্যেই ভার্চুয়াল বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। সেভাবে প্রস্তুত হচ্ছেন তারা। এডিবির ঢাকা অফিসের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বার সমকালকে বলেন, করোনার টিকা সংগ্রহে অনেক অর্থের প্রয়োজন। এটা মাথায় রেখে এডিবির শীর্ষ নীতিনির্ধারণী