গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। এর প্রভাবে আজ সকাল থেকে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।
যানজটে পড়া যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার কষ্ট সহ্য করতে না পেরে অনেককেই বাস থেকে নেমে হাঁটতে দেখা গেছে।
সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকা এবং বিআরটি লেনের কাজের ধীর গতির কারণে এ সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, এই মহাসড়ক উন্নয়নে বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের কোথাও কোথাও পানি নিষ্কাশন না হওয়ায় খানাখন্দকের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।