‘ক্রীড়াঙ্গনকে ডোপিংমুক্ত রাখতে বাংলাদেশ বদ্ধপরিকর’

admin
জুলাই ৮, ২০২১ ৩:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলাদেশ সরকার ক্রীড়াঙ্গনকে ডোপিংমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সরকার সবসময় ক্লিন স্পোর্টসের ব্যাপারে মনোযোগী এবং স্বচ্ছ ও পরিচ্ছন্ন খেলাকে উৎসাহ দিয়ে আসছে।

বুধবার ( ৭ জুলাই) দুপুরে ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি ( WADA) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহ থেকে সহযোগিতার আশা প্রকাশ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা ওয়ার্ল্ড এন্ট্রিডোপিং এজেন্সির প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করতে অঙ্গীকারাবদ্ধ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর এটি সম্ভব হয়েছে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর বদৌলতেই। দেশের ক্রীড়াঙ্গনের প্রতি প্রধানমন্ত্রীর তীব্র অনুরাগ সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’