৯১ লাখ টাকা ভ্যাট পরিশোধ করল ফেসবুকের বাংলাদেশি এজেন্ট এইচটিটিপুল

admin
সেপ্টেম্বর ২৩, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে ৯১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল হক আজ বুধবার বিষয়টি জানান।

 গত আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি এই পরিমাণ ভ্যাট সংগ্রহ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অধিদপ্তর।

এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল এর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা জমা দেয়।

চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে।

এইচটিটিপুল এর ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।