দীর্ঘ বিরতির পর আবার চালু হচ্ছে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চলাচল। আগামী ২০ অক্টোবর থেকে এ ফ্লাইট চলাচল শুরু হবে বলে শনিবার (১০ অক্টোবর) এয়ারলাইনসের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে তারা জানান, আগামী ২০ অক্টোবর রা সাড়ে ৮টা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি। সেই সঙ্গে ওই দিন রাত ১২টার দিকে ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ধাপে সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে সিঙ্গাপুরে যেতে বাংলাদেশি নাগরিকদের করোনা নেগেটিভ সনদ লাগবে বলে সে দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও ওই দেশে যাওয়ার পর তাদের আবারো করোনা পরীক্ষা করানো হবে এবং তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর এ জন্য অকিরিক্ত দেড় লাখ টাকা যাত্রীকেই বহন করতে হবে।
তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হবে, যা যাত্রীকে বহন করতে হবে।