১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ডলার

admin
নভেম্বর ১৮, ২০২০ ৪:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে ১২১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা আগের বছরের নভেম্বরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ৪০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লেও প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন। বলা যায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেকর্ড পরিমান রেমিট্যান্স এসেছে দেশে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে উৎসাহ দিতে সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এর ফলশ্রুতিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এক হাজার ৪ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৬ কোটি ৮৬ লাখ ডলার বেশি। গত অর্থবছরের এ সময়ে ৭০৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। এতে চলতি অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স আয়ে ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাসের কারণে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে বিশ্ব। এই সময়ে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছেন। চলতি অর্থবছরের প্রতি মাসে গড়ে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসছে। রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা দেওয়ার যে নীতি সরকার নিয়েছে, এটি তারই ফল।