ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ হেফাজত থেকে মিরাজ হোসেন রাব্বী (১৯) নামের আসামি পালিয়ে গেছে। রাব্বী সবুজবাগ এলাকায় একটি মারামারি সংক্রান্ত মামলার আসামি। তিনি হাসপাতালের ১০২ নং ওয়ার্ডের ২৫ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মিরাজ বাথরুমে যাওয়ার কথা বলেন। এরপর তিনি তার ভাই শাওনের কাঁধে ভর দিয়ে ওয়ার্ডের পেছনের দরজা দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, পাহারারত পুলিশ সদস্যরা আসামির কাছে না থেকে ওয়ার্ডের বাইরের ফটকে বসে গল্পগুজবে মেতে ছিলেন। আসামির কাছে সব সময় স্বজনদের অবস্থা করা ও খাবারের সুযোগ দিতেন।
সবুজবাগ থানার ওসি মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে পাহারারত আমাদের পুলিশ সদস্যের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে মিন্টু মিয়া নামে এক কয়েদি পালিয়ে যায়। পরে ওইদিন বিকালে তাকে বাবুবাজার ব্রিজ এলাকা থেকে আটক করে কারা কর্তৃপক্ষ।