আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ খায়রুল ইসলাম, পিতা-মোঃ নিজাম উদ্দিন প্রাং মাতা- মোছাঃ রোমেনা খাতুন, স্থায়ী ঠিকানা- হোল্ডি নং 73 , পাটোয়া, ওয়াড নং 03, পৌরসভা/ইটনিয়নঃ সাদুল্লাপুর, ডাকঘরঃ দুবলিয়া, উপজেলাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা। আমার “দি ইউনিভাসিটি অব কুমিল্লা” হতে পাশকৃত স্নাতক সম্মান (ইংরেজী), মাষ্টাস (ইংরেজী) এর মূল সনদপত্র, প্রশংসাপত্র, এবং অন্যান্য কাগজপত্র হারিয়েছে।
যার অনাস আইডি/রোল- 41122122, রেজি. নং-4112, সেশন-200৪ (SP) -200৭ (W) ও মাষ্টাস যার রোল নং-8112812A2, রেজি নং 8112- সেশন-2008 (SP) -200৮ (W) ।
পাবনা, থানার, পাবনা জিডি নং-1200, তারিখ- 22/01/2021.