চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ার ৪নং ওয়ার্ড আবুনগরের গৃহহীন দরিদ্র নুরুল মোস্তফা পেলেন প্রধানমন্ত্রীর ঘর। রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গ্রামীণ অবকাঠামোর সংস্কার (কাবিকা) কর্মসূচির আওতায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ঘরটি নুরুল মোস্তফাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। শেখ হাসিনাই জনগণের দুঃখ বোঝেন। এ কারণেই তিনি নুরুল মোস্তফার মতো অসংখ্য মানুষকে আশ্রয় দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবেন। তাই আগামীতেও শেখ হাসিনাকেই নির্বাচিত করে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান। আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক (সও), আবু তাহের (সও), ফখরুল ইসলাম চৌধুরী, লুৎফুর হায়দার বাহার, মো. কামরুজ্জামান, তৌহিদ চৌধুরী, পেয়ার আহম্মদ, মো. মামুন, রফিক, কবির সদ্দার, বাঁশবাড়ীয়া ইউপি সদস্য মো. মহিবুল হাসান, সফিউল আলম, মো. রাশেদ, মো, সেলিম, লাকি আক্তার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন টিটু।
যুবলীগ নেতা লিয়াকত আলী, মো. রাশেদ, সেলিম মজিদ, টিটু এমদাদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন চৌধুরী আদিল, ছাত্রলীগ নেতা নাজমুল, সজিব, রায়হান, মুন্না, তারেক।