সকাল থেকে ২৫ টাকায় টিসিবির আলু

admin
অক্টোবর ২১, ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

সরকার আলুর দাম বাড়ালেও আগের ঘোষিত দামেই বিক্রির কথা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। সিটিবির নিত্যপণ্যের ট্রাক থেকে একজন কিনতে পারবেন সর্বোচ্চ দুই কেজি।

বাণিজ্যমন্ত্রীর ঘোষণার দুই দিনের মধ্যে বুধবার থেকেই আলু বিক্রি শুরু করতে যাচ্ছে বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান টিসিবি।সরকার আলুর দাম বাড়ালেও আগের ঘোষিত ২৫ টাকা করেই আলু বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল লতিফ বকসী এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানান।এর আগে টিসিবি কখনো আলু বিক্রি করেনি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাকে করে বিক্রি হবে রান্নার গুরুত্বপূর্ণ উপাদানটি।