জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ৮শ’ কোটি টাকা সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি। বৃহস্পতিবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
এতে উল্লেখ করা হয়, তৈরি পোশাক, চামড়া ও ফুটওয়্যার শিল্প খাতের কর্মহারা দুর্দশাশ্রস্ত কর্মীদের জন্য এই অর্থ ব্যয় করা হবে। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ইইউ ও জার্মানি যৌথভাবে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার অংশ হিসেবে এই অর্থ দেয়া হচ্ছে।