দেশ যখনই এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে। তাই যেকোনো আঘাত মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পসহ মোট পাঁচ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এছাড়া বাকি প্রকল্পগুলো হলো: বিটিসিএলের নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, দৌলতখান পৌরসভা ও চকিঘাটসহ মেঘনার তীরবর্তী এলাকায় নদীভাঙন থেকে রক্ষা বাঁধ প্রকল্প, কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ প্রকল্প, পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এবং পশ্চিম গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প।