যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে শুটিং ফেডারেশনের নব নির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

admin
সেপ্টেম্বর ২১, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!


সোমবার
দুপুরে সচিবালয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল  আতাউল হাকিম সারওয়ারহাসান পিএসসি। সময়ে যুব ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আশা প্রকাশ করে বলেন, দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে বাংলাদেশের শুটিংয়ের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্য শুটিং থেকেই এসেছে। কমনওয়েলথ গেমসে শুটিং থেকেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। 

তিনি বলেন, শুটিং আমাদের জন্য সম্ভাবনাময় এক খেলা আশা করি নতুন নেতৃত্বে নবউদ্দীপনায় দেশের শুটিং আরও বিকশিত হবে।

নব নির্বাচিত সভাপতি দেশের শুটিং কে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর বিধি ২২ মতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান পিএসসিকে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি হিসাবে নিয়োগ প্রদান করে