যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসাবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনরত মো: আখতার হোসেন, সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আশা করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের সহায়ক শক্তি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।