বিশ্বে সামরিক শক্তিতে ৪৫তম বাংলাদেশ

admin
মার্চ ২৫, ২০২১ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে ৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ০.৭৪৭৩। সূচক অনুযায়ী এখন বিশ্বে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে চীন। ফলে দ্বিতীয় অবস্থানে চলে গেছে
যুক্তরাষ্ট্র। এর পরেই অবস্থান রাশিয়া, ভারত ও জাপানের। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এ ক্ষেত্রে শুধু পাকিস্তান আছে ১০ নম্বরে। বাকিরা সবাই আছে বাংলাদেশের অনেক পেছনে। প্রতিবেশী আরেক দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। বিভিন্ন দেশের সামরিক শক্তির নানা দিক জরিপ করে গত রবিবার এ সূচক প্রকাশ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট।
সূচক প্রকাশ উপলক্ষে এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শক্তির এই তালিকা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন দেশের সামরিক খাতের বাজেট, সক্রিয় ও নিষ্ক্রিয় সেনার সংখ্যা, পদাতিক, বিমানসেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং অবকাঠামো ও অস্ত্র গোলাবারুদের মতো বিষয় বিশ্লেষণ করে।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এই তালিকায় আফগানিস্তান ৭৫, শ্রীলঙ্কা ৭৯, নেপাল ১১৯, ভুটান ১৪০ নম্বর অবস্থানে রয়েছে। খবর পিটিআইর।