বিপসট পরিদর্শন করলেন বিদেশি সামরিক কর্মকর্তারা

admin
এপ্রিল ১৩, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ এর অংশ হিসাবে সোমবার রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব অপারেশন ভুটান সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, জাতিসংঘ মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন সেন্ট্রাল আফ্রিকা (মিনুসকা), মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন মালি (মিনুসমা) এবং ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের ফোর্স কমান্ডারসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। অতিথিরা বিপসটের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অবলোকন করেন এবং প্রতিষ্ঠানটির কমান্ড্যান্টের সঙ্গে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে মতবিনিময় করেন। বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা অতিথিদের অভ্যর্থনা জানান। আইএসপিআর।