বঙ্গবন্ধুর জন্যই আমরা নিজস্ব মানচিত্র পেয়েছি: এমপি শাওন

admin
ডিসেম্বর ১, ২০২০ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা একটি নিজস্ব মানচিত্র পেয়েছি, পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।

রোববার বিকালে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ে পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিজয় মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসেবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়-নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারা বিশ্বে প্রশংসার দাবিদার।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল প্রমুখ।