ফিলিস্তিনকে ৫০ হাজার ডলার সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin
মে ২৭, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফিলিস্তিনকে ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে দিন তারিখ এখনো ঠিক হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে এ অর্থ দেওয়া হবে। জর্ডানে আম্মানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ অর্থ সহায়তা যাবে ফিলিস্তিনে।
গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বীকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম এমপি। অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী উপহার দেওয়া হয়।