দ্বিতীয় নারী রাষ্ট্রদূত নিয়োগ সৌদি আরবের

admin
অক্টোবর ২১, ২০২০ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি। 

দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমিকে নিয়োগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাকে নরওয়েতে সৌদি দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার অনলাইনে শপথ গ্রহণ করেন আল-মোয়াল্লিমি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান।

বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ-এর বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানায়।

এর আগে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০ বছর আগে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন আল-মোয়াল্লিমি।

তিনি পাঁচ বছর শিক্ষকতা করেছেন এবং এক বছর শিক্ষা প্রশিক্ষণ বিভাগে কাজ করেছেন। এছাড়া তিনি ২০১৯ সাল থেকে সৌদি মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।