করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বিকাল ৫টায় তিনি টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। চলতি বছর ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরা টিকার প্রথম ডোজ নিয়েছেন।