জয় দিবসে আগারগাঁও-উত্তরা রুটে চলবে মেট্রোরেল

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, চলতি বছর মহান বিজয় দিবসে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে মেট্রোরেল চলবে।