জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ: আইএমএফ

admin
অক্টোবর ১৫, ২০২০ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়।

আইএমএফের তথ্য অনুযায়ী, তাদের এই প্রক্ষেপণ অর্থ বছরের হিসাবে না করে পঞ্জিকাবর্ষের হিসাবে করা হয়ে থাকে।

এই হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে।

এতে আরও জানানো হয়, ২০২০ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ, পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।

এতে আরও বলা হয়, ২০২১ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে চার দশমিক চার (৪.৪) শতাংশ।