মহামারী করোনা প্রোকোপ বেড়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট স্থগিত রয়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কবে নাগাদ মাঠে গড়াবে এই ঘরোয়া ক্রিকেট। এ অবস্থায় আয়ের একমাত্র পথ বন্ধ থাকায় ভালো নেই দেশের ঘরোয়া ক্রিকেটাররা। এই দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড় অঙ্কের প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ১৭২০ ক্রিকেটারকে প্রায় দুই কোটি টাকার আর্থিক প্রণোদনা দিচ্ছেন।
অনুদানের তালিকায় থাকা ১৭২০ ক্রিকেটারের মধ্যে ১৪৩২ জনই ছেলে বাকি ২৮৮ জন মেয়ে ক্রিকেটার। অবশ্য বিসিবির চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররাও এই অনুদানের আওতাভুক্ত থাকবেন।