খুলতে যাচ্ছে জাতীয় চিড়িয়াখানা, দর্শণার্থীদেরকে মানতে হবে ১৬ শর্ত

admin
অক্টোবর ১৫, ২০২০ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

করোনা (কেভিড১৯) মহামারীর কারণে বন্ধ থাকা রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা শর্ত সাপেক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরকে খোলার অনুমতি দিয়েছে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে দর্শণার্থীদেরকে মোট ১৬টি শর্ত মানতে হবে।

১৫ অক্টোবর, বৃহস্পতিবার মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছবি : সংগৃহীত

এই বিজ্ঞপ্তিতে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম জানান, করোনা মহামারীকালে ঢাকাবাসীর বিনোদনের বিকল্প নেই। তাই তাদের বিনোদন এবং শারীরিক মানসিক উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে চিড়িয়াখানার প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা, স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় চিড়িয়াখানাকে বেশ কিছু শর্ত দেয়া হয়

চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অমোছনীয় রং দিয়ে বৃত্তাকার স্থান চিহ্নিত করতে হবে, প্রবেশ গেইটসমূহে জীবাণুনাশক টানেল ফুটবাথ স্থাপন করতে হবে, প্রবেশ গেইটে থার্মাল স্ক্যানারের সাহায্যে দর্শনার্থীর দৈহিক তাপমাত্রা চেক করার ব্যবস্থা করতে হবে, চিড়িয়াখানার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থানসমূহে হাত ধোয়ার জন্য বেসিন সাবানের ব্যবস্থা রাখতে হবে, দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে, দর্শনার্থীর সংখ্যা দৈনিক সর্বোচ্চ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রাণীর এনক্লোজারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে, পরিদর্শন সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত রাখতে হবে, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কোভিড১৯ সংক্রান্ত সতর্কতামূলক প্রচারণা চালাতে হবে এবং ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।

দর্শণার্থীদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে

চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে অমোচনীয় রং দিয়ে চিহ্নিত বৃত্তাকার স্থানে অবস্থান করতে হবে, প্রবেশ গেইটসমূহে স্থাপিত জীবাণুনাশক টানেল ফুটবাথ ব্যবহার করতে হবে, চিড়িখানার ভেতর প্রবেশের পর দিক নির্দেশক অনুসরণ করে একমুখী পথ ব্যবহার করতে হবে, বাধ্যতামূলকভাবে ফেইস মাস্ক ব্যবহার করতে হবে, চিড়িয়াখানায় খাবার নিয়ে প্রবেশ করা যাবে না এবং চিড়িয়াখানার ভেতরে এক জাযগায় ভিড় বা জটলা করা যাবে না।

প্রসঙ্গত, গত ২০ মার্চ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছিল মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু প্রায় নয় মাস পর রাজধানীর অন্যতম এই বিনোদন কেন্দ্রটি খোলার কথা জানালো সরকার।