খালেদের বোলিং তোপের পরও পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

Shakil Shahriar
জুন ১৯, ২০২২ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ জানিয়েছিলেন, পঞ্চম দিনে খেলাটা নিয়ে যেতে চান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভালো করবে বলে বিশ্বাস ছিল খালেদের। ব্যাটাররা খালেদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র ৮৪ রানের লক্ষ্য দিয়েছে ক্যারিবীয়দের। এই অল্প নিয়েই ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিয়েছেন খালেদই।
রান তাড়া করতে নেমে মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারে ১ রান নেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই জোড়া উইকেট তুলে নেন খালেদ। প্রথমে ফেরান ক্যারিবীয় দলপতি ক্রেইগ ব্রাথওয়েটকে (১), এরপর র্যায়মন র্যাফিয়ারকে (২)। চতুর্থ ওভারে খালেদের শিকার এনক্রমা বোনার, রানের খাতা খোলার আগেই বোল্ড তিনি।
৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তি দিয়েছেন জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড। ৬৭ বলে ৪০ রানের জুটি গড়ে কাটিয়ে দিয়েছেন দিনের বাকিটা সময়। তৃতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। ক্যাম্পবেল ২৮ ও ব্ল্যাকউড ১৭ রানে অপরাজিত আছেন। ১৪ রানের বিনিময়ে খালেদের শিকার ৩ উইকেট।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের আর মাত্র ৩৫ রান দরকার, হাতে আছে ৭ উইকেট ও দুইদিন। নাটকীয় কিছু না ঘটলে চতুর্থ দিনের শুরুতেই শেষ হয়ে যাবে ম্যাচ।
এর আগে, ২ উইকেট ৫০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংস পরাজয়টা এড়াতে পারলেও ক্যারিবীয়দের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেননি সাকিবরা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২৪৫ রানে থামলে উইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৮৪ রানের।
বাংলাদেশের ইনিংসটাকে এবারও টেনেছেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৬৩। সপ্তম উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে গড়েছেন ১২৩ রানের জুটি। সোহান খেলেছেন ৬৪ রানের ইনিংস। টেস্টের আগ মুহূর্তে স্কোয়াডে ঢোকা ক্যারিবীয় পেসার কেমার রোচ নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশ মূলত টেস্ট থেকে ছিটকে গিয়েছিল প্রথম ইনিংসেই। ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এরপর উইন্ডিজ দল ২৬৫ রান করে ১৬২ রানের লিড পায়।