করোনার টিকা গ্রহীতাদের ‘আইডি কার্ড’ দিতে বললেন প্রধানমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবে তাদেরকে একটা আইডি কার্ড দিতে হবে। এটা দেখিতে দ্বিতীয় ডোজটা নিতে হবে এবং সেই আইডেনটিটিটা তাদের কাছে থেকে যাবে, তাহলে কেউ বিদেশে গেলে তারা যে করোনা ভ্যাকসিন নিয়েছে তার প্রমাণটা থাকবে।’
সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
মহামারি করোনা ভাইরাস নির্মূল করতে সবাইকে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর মতে, ‘মাস্কটা ব্যবহার করতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। এটা মনে করলে হবে না যে, আমি টিকা নিয়েছি তাই একদম নিরাপদ। সবাইকে সাবধানে থাকতে হবে।’