ইতিহাসে প্রথমবার ডি ৮ যুব সম্মেলন অনুষ্ঠিত

admin
এপ্রিল ৬, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‘টেকসই রূপান্তরকরণের জন্য উদ্যোক্তা’ থীমের আলোকে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ডি ৮ যুব সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার যুব সম্মেলনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত হয়। শীর্ষ এই সম্মেলনে যোগ দিয়েছিল ডি ৮ সদস্য রাষ্ট্রের ১৮০ জন যুব অংশগ্রহণকারী যারা টেকসই রূপান্তর মাধ্যমে তাদের জাতির নেতৃত্ব দেবে বলে ধারণা করা হয়।

১০ম ডি ৮ শীর্ষ সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধিত ডি ৮ সদস্য রাষ্ট্রগুলোর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবদের অংশগ্রহণে আয়োজিত হয় ৩ ঘন্টা দীর্ঘ ডি ৮ ইয়্যুথ সামিট ২০২১।

‘টেকসই রূপান্তরকরণের জন্য উদ্যোক্তা’ বিষয়ের উপর ভাবনা ও ধারণা বিশ্লেষণের জন্য ছোট গ্রুপে বিভক্ত করে ব্রেইনস্টর্মিং সেশনের আয়োজন করা হয়। সেখানে তারা নিজেদের ভাবনা তৈরি করে তা অনুষ্ঠান মডারেটরের কাছে জমা দেয়ার মাধ্যমে উপস্থাপন করে।

বাংলাদেশের যুব ও ক্রীড়া সচিব, মো. আক্তার হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়।

বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল তার বক্তব্যে বলেন, আজ অবধি বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ৬.৩ মিলিয়নেরও বেশি যুবককে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের মধ্যে প্রায় ২.২৬ মিলিয়ন প্রশিক্ষণার্থী সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠেছে এবং দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে।

তিনি আরো বলেন, গত দুই দশক ধরে, বিশ্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং বিগ ডেটা চালিত একটি ক্রমবর্ধমান প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং, ডি ৮ এর প্রাণবন্ত এবং উৎসাহী যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ ও পরিচালনার মাধ্যমে এই এই রূপান্তরের সামনে উন্মোচিত ও পরিচিত করে গড়ে তুলতে হবে।

করোনা পরিস্থিতির ক্ষতি মোকাবেলার প্রক্রিয়াতে আলোকপাত করে তিনি বলেন, এই বিশ্বব্যাপী মহামারি মোকাবেলায় ডি ৮ রাষ্ট্রগুলো স্ব স্ব দেশগুলিতে যথেষ্ট সহনশীল এবং সময়োপযোগী নেতৃত্ব দেখিয়েছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয় এবং এভাবেই আমাদের প্রধানমন্ত্রীর ব্যবহারিক নেতৃত্ব অনুসরণ করে ‘জীবন ও জীবিকা নির্বাহের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষার জন্য এখন পর্যন্ত সর্বস্তরে নিরলসভাবে কাজ করছেন। তরুণ শিক্ষার্থী, শ্রমিক ও উদ্যোক্তারা যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল, তাদের আরো উদ্যোগী হয়ে ওঠার জন্য এর মধ্যে দু’দফা আর্থিক উৎসাহ প্রণোদনা দেয়া হয়েছে।

এরপর, ডি ৮ এর অন্যান্য সদস্য রাষ্ট্রের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনের এই বিশেষ উপলক্ষে এবং তাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ভবিষ্যত পরিকল্পনা বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন।

এরপর একটি সংক্ষিপ্ত বিরতির পরে, টেকসই রূপান্তরকরণের জন্য উদ্যোক্তা সম্পর্কিত একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন মো: রাশেদুর রহমান, সহযোগী অধ্যাপক, সংস্থা কৌশল এবং নেতৃত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

যুবসমাজের চিন্তাভাবনা এবং ধারণাগুলি মূল্যায়ন করার পরে ডি ৮ যুব শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মো. শাহরিয়ার আলম উল্লেখ করেন যে বাংলাদেশ ডি-৮ এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সদস্য।
তিনি বলেন, বাংলাদেশ সরকার ডি-৮ এর সদস্য দেশের যুবদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলার জন্য সম্ভাব্য সকল সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি প্রত্যাশা করেন, ভবিষতে ডি-৮ এর কার্যক্রম আরও জোড়দার হবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।