আরো ২১৪০টি করোনা বেড চালু

admin
এপ্রিল ১২, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনা রোগীদের জন্য রাজধানীতে ২১৪০টি বেড ইতিমধ্যে চালু করা হয়েছে। এরমধ্যে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ১৫০ বেড, জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ১০০ বেড, শ্যামলীর টিবি হাসপাতালে ১৫০ বেড, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১০০ বেড, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাপসাতালে ১০০ বেড, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ৮০ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০০ বেড, কুয়েত- মৈত্রী হাসপাতালে ৪৬ বেড, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে ৫০ বেড, পুরান ঢাকার মহানগর হাসপাতালে ১৫০ বেড, মিরপুর লালকুঠি হাসপাতালে ২০০ বেড ও মিডফোর্ড হাসপাতালে ৭০ বেড করোনা রোগীদের জন্য চালু করা হয়েছে।
করোনার প্রথম ঢেউ যখন ব্যাপক হারে দেখা দিয়েছিল, তখন বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনা রোগীদের জন্য একটি হাসপাতাল করা হয়েছিল। সেখানে তাঁবু বসিয়েছিল বসুন্ধরা কর্তৃপক্ষ, আর যন্ত্রপাতি ও জনবল ছিল সরকারের। কিন্তু করোনা মহামারি কমে যাওয়ায় ঐ হাসপাতালে শয্যা ফাঁকা থাকছিল। এছাড়া বসুন্ধরা হাসপাতালে রোগীরা যেতে চাইতো না। তাঁবুর কারণে প্রচন্ড গরমে যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় সেসব যন্ত্রপাতি দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনবল প্রত্যাহার করে নেওয়া হয়। আর বসুন্ধরা তাদের তাঁবু সরিয়ে নেয়।