১৩ অক্টোবর আইফোন ১২ সিরিজের নতুন চারটি ডিভাইস উন্মোচন করেছে অ্যাপল। এর মধ্যে ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’ রয়েছে। ডিভাইসটি আগামী ১৩ নভেম্বর বিশ্বের কয়েকটি বাজারে বিক্রি শুরু হবে। বিশ্বের অন্য বাজারগুলোতেও শিগগিরই ডিভাইসটির সরবরাহ শুরু হবে। আকর্ষণীয় ডিজাইনের এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন—
কাঠামো : স্টেইনলেস স্টিলের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬০.৮ী৭৮.১ী৭.৪ মিলিমিটার
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, সিডিএমএ, এইচএসপিএ, ইভিডিও, এলটিই, ফাইভজি
সিম : সিঙ্গেল ন্যানো, ডিভাইসটির চীনা সংস্করণ ডুয়াল ন্যানো সিম সমর্থন করবে
ডিসপ্লে : ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি
ডিসপ্লে রেজল্যুশন : ১২৮৪ী২৭৭৮ পিক্সেল
ওএস : আইওএস ১৪
চিপসেট : হেক্সা-কোর অ্যাপল এ১৪ বায়োনিক (৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি)
মেমোরি কার্ড : স্লট নেই
র্যাম ও অভ্যন্তরীণ স্টোরেজ : ৬ গিগাবাইট র্যামের ডিভাইসটির ১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ সংস্করণ পাওয়া যাবে
রিয়ার ক্যামেরা : ১২, ১২ ও ১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার
ফ্রন্ট ক্যামেরা : ১২ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি ২.০
সেন্সর : ফেস আইডি, অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার ও সিরি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-আয়ন, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিভাইসটির ব্যাটারি ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে।